# Cc. Madhya 8.296 > আর দিন রায়-পাশে বিদায় মাগিলা ৷ বিদায়ের কালে তাঁরে এই আজ্ঞা দিলা ৷৷ ২৯৬ ৷৷ বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে ৷ আমি তীর্থ করি’ তাঁহা আসিব অল্পকালে ৷৷ ২৯৭ ৷৷ দুইজনে নীলাচলে রহিব একসঙ্গে ৷ সুখে গোঙাইব কাল কৃষ্ণকথা-রঙ্গে ৷৷ ২৯৮ ৷৷ এত বলি’ রামানন্দে করি’ আলিঙ্গন ৷ তাঁরে ঘরে পাঠাইয়া করিল শয়ন ৷৷ ২৯৯ ৷৷ ॥২৯৬॥ ## Text > āra dina rāya-pāśe vidāya māgilā > vidāyera kāle tāṅre ei ājñā dilā ## Synonyms *āra dina*—the next day; *rāya-pāśe*—before Rāmānanda Rāya; *vidāya māgilā*—begged farewell; *vidāyera kāle*—at the time of departure; *tāṅre*—unto him; *ei*—this; *ājñā*—order; *dilā*—gave. ## Translation **The next day Śrī Caitanya Mahāprabhu begged Rāmānanda Rāya to give Him permission to leave, and at the time of farewell the Lord gave him the following orders.**